+8801756120009 support@khulnasports.com

অনন্য এক মাইলফলকের সামনে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর একটি টি-টোয়েন্টি খেললেই তারকা এই ক্রিকেটারের ঝুলিতে যোগ হবে একশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। যদিও এই ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা নেই রিয়াদের মধ্যে।

শততম ম্যাচে ‘বিশেষ পরিকল্পনা’ নেই কেনো রিয়াদের

শততম ম্যাচে ‘বিশেষ পরিকল্পনা’ নেই কেনো রিয়াদের

মাইলফলক স্পর্শের আগের ম্যাচে রিয়াদ দলকে এনে দিয়েছেন ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে অধিনায়ক হিসেবে রিয়াদের ভূমিকা তো ছিলই, একইসাথে ব্যাট হাতে জয়ের ভিত গড়েও রেখেছেন অবদান।

ফলশ্রুতিতে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন রিয়াদ। ম্যাচ শেষে শততম টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে কোনো বিশেষ পরিকল্পনা নেই বলে জানান রিয়াদ। অন্য সব ম্যাচের মত এই ম্যাচেও দলের সাফল্যে অবদান রাখতে চান তিনি।

রিয়াদ বলেন, ‘আলাদা কোনো পরিকল্পনা নেই। আমি চেষ্টা করব দলের জন্য খেলতে, দলের জন্য অবদান রাখতে- যে চেষ্টা সবসময় থাকে। সুস্থ থাকলে ইনশাআল্লাহ্‌ ১০০তম ম্যাচটা যেন খেলতে পারি, দলে যেন অবদান রাখতে পারি।’

দ্বিতীয় ম্যাচ নিয়ে আলাপকালে রিয়াদ জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের। তিনি বলেন, ‘বোলাররা খুবই ভালো করেছে, এই উইকেটে ১৪১ রান নিয়ে জয় এনে দিয়েছে। বোলারদেরকেই কৃতিত্ব দিতে হবে।’

৪ রানের রুদ্ধশ্বাস জয়ের ব্যাপারে তার ভাষ্য, ‘টি-টোয়েন্টিতে এমন চ্যালেঞ্জের মুখোমুখি প্রায়ই হতে হবে। আপনি ব্যাটিংয়ে থাকেন বা বোলিংয়ে থাকেন। ব্যাটিংয়ে থাকলে অনেক সময় ১২ বলে ২৪ রান তাড়া করা লাগতে পারে। অন্যদিকে অনেক সময় বোলারদের শেষ ১-২ ওভারে হয়ত অল্প কিছু রান আটকাতে হবে।’

আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন

রোনাল্ডোর যে রেকর্ড মেসি-নেইমার বা কিংবদন্তি পেলে, ম্যারাডোনারও নেই

সাকিব সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন এবং রেখেছেন নিজেকেও

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দলে ৯ নতুন খেলোয়াড়

‘কোহলির বদলে’ ব্যাটিংয়ে নামা সেই দর্শককে আজীবন নিষিদ্ধ করে

ম্যানইউতে ৭ নম্বর জার্সি পাচ্ছেন না কেন রোনালদো!

যার এক ফোনে ভোল পাল্টে ম্যান ইউতে রোনাল্ডো

জেনে নেই কেন পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার

ব্রাজিলের আগে দেশে ফিরে গেলেন চিলিয়ান ফুটবলার

দেখুন এই সিদ্ধান্ত তামিমের জীবন পাল্টে দেবে : মাশরাফি

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।  আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।

Spread the love