+8801756120009 support@khulnasports.com

প্রথম ম্যাচে ৬০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে ১৪১ তাড়া করতে নেমে মাত্র চার রানে হার। দারুণ প্রত্যাবর্তনে সামনের তিন ম্যাচে আশা নিউজিল্যান্ড অধিনায়র আলো দেখছেন টকম ল্যাথাম। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর সেখান থেকে শিক্ষা নিয়েছে সফরকারীরা। সেটাই তারা দ্বিতীয় ম্যাচে কাজে লাগিয়েছে।

বাংলাদেশের

বাংলাদেশের সাথে লড়াই করতে পেরেই খুশি নিউজিল্যান্ড

বাংলাদেশের সাথে লড়াই করতে পেরেই খুশি নিউজিল্যান্ড

ম্যাচ হারলেও দারুণ লড়াই করতে পেরে খুশি অধিনায়ক টম ল্যাথাম। তিনি বলেন, ‘শেষ ওভার পর্যন্ত ম্যাচটি নিয়ে যেতে পারা দারুণ ব্যাপার। আমরা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি এবং শেষ ওভার পর্যন্ত জয়ের জন্য লড়াই করেছি। এটা ছিল অসাধারণ ব্যাপার।’

জয়ের ব্যবধান কম হলেও লড়াই করেছেন একমাত্র অধিনায়কই। তার ৪৯ বলে ৬৫* রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে আরও কেউই ভালো সঙ্গ দিতে পারেনি। আর ছোট একটি দ্রুতগতির স্কোর হলেই ফল অন্যরকম হতে পারত। ল্যাথাম অবশ্য দলের বাকি খেলোয়াড়দেরও কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ভালো শুরু ভালো ম্যাচ তৈরি করে। রাচিন (রবীন্দ্র) দারুণ বোলিং করেছে, সে ঠিকঠাক তার দায়িত্ব পালন করেছে। আমরা যেখানে ছিলাম সেটা হয়তো পছন্দ করতাম না। কিন্তু আমি মনে করি ১৩০-১৪০ রান খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক।’

প্রয়োজনীয় সময় নিউজিল্যান্ডের যেভাবে রান তোলার প্রয়োজন ছিল সেটা ল্যাথাম ছাড়া আর কেউই করতে পারেননি। অধিনায়ক প্রথমদিকে উইকেট ধরে খেলার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমার কাজ উইকেট ধরে খেলা, অন্য পাশ থেকে যেন দ্রুত রান তুলতে পারে অন্যরা। তবে ম্যাচ যে শেষ পর্যন্ত যেতে পেরেছি, লড়াই করতে পেরেছি এজন্য আমি ছেলেদের নিয়ে গর্বিত।’ পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় ম্যাচে তাদের সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচটিও হবে মিরপুরের পঞ্চম উইকেটে। সেই স্পিন সহায়ক ও স্লো উইকেটে।

এদিকে টানা দুই জয়ের পর আজ বাংলাদেশ দলের অনুশীলন নেই। তবে ঐচ্ছিক অনুশীলন হওয়ায় মাঠে যেতে পারেন মুশফিক-আফিফরা।

আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন

রোনালদোকে ৭ নম্বর জার্সি ছেড়ে দিলেন কাভানি

টাইগারদের দুর্দান্ত ওপেনিং জুটির পর জোড়া আঘাত

এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড বাংলাদেশর

সাকিব সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন এবং রেখেছেন নিজেকেও

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দলে ৯ নতুন খেলোয়াড়

‘কোহলির বদলে’ ব্যাটিংয়ে নামা সেই দর্শককে আজীবন নিষিদ্ধ করে

ম্যানইউতে ৭ নম্বর জার্সি পাচ্ছেন না কেন রোনালদো!

যার এক ফোনে ভোল পাল্টে ম্যান ইউতে রোনাল্ডো

জেনে নেই কেন পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার

ব্রাজিলের আগে দেশে ফিরে গেলেন চিলিয়ান ফুটবলার

দেখুন এই সিদ্ধান্ত তামিমের জীবন পাল্টে দেবে : মাশরাফি

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন।  আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।

Spread the love